atest Posts

অতিথি লেখক

যদি আপনি আপনার জ্ঞান অন্যের সাথে শেয়ার করতে চান তবে ট্রিকবিডি একটি ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কিন্তু যদি আপনার মনে মানুষকে শেখানো ছাড়া ট্রিকবিডি কে ব্যবহার করে অন্য কিছু করার ইচ্ছা থাকে তবে ট্রিকবিডি আপনার জন্য নয় । ট্রিকবিডি তে কিছু লিখতে হলে অবশ্যই আপনাকে নিচের নীতিমালা গুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে।

  • অন্যকে শেখাতে হলে অবশ্যই আগে আপনার নিজেকে কিছু জানতে হবে। যদি আপনি কিছুই না জানেন তবে নিয়মিত ট্রিকবিডি তে ভিসিট করলে অনেক কিছু সম্পর্কেই ধারনা পাবেন আর জানলে সেটা সভাগ করে নিন।
  • আপনার পোষ্ট এর প্রধান উদ্দেশ্য থাকতে হবে মানুষের জন্য কিছু করা… নিজস্ব স্বার্থের কথা না ভেবে মানুষের ভালোর কথা ভাবুন… মানুষের জন্য কিছু করলে মানুষ ই আপনাকে সম্মান দিবে।
  • উদ্দেশ্যপ্রনিত ভাবে নিজের সাইট লিংক শেয়ার করা যাবে না তবে পোষ্ট এর একেবারে শেষে সৌজন্য হিসেবে সাইট লিংক দিতে পারেন।এবং পোষ্ট এর একেবারে শেষ ছাড়া কোথাও পোষ্ট দাতার সাইট লিংক থাকতে পারবে না।
  • আপনি যদি কোন এপ/গেম রিভিও দিতে চান অবশ্যই সহজেই  ডাওনলোড করা যায় এরকম কোন ওয়েবসাইটে আপলোড করে দিবেন।
  • কপি পোষ্ট টাইপ পোষ্ট একেবারেই গ্রহনযোগ্য নয়… নিজে যা জানেন সেটাই তুলে ধরার চেষ্টা করুন… অন্যের কিছু নিজের নামে চালাবেন না। কপি পেষ্ট সম্পর্কে আরো জানতে চাইলে এই পোষ্ট টি দেখুন। কপি পেষ্ট কি? কীভাবে কপি পেষ্ট না করে ও সুন্দর একটি পোষ্ট লিখবেন
  • পোষ্ট এর টাইটেলে কোন ধরনের লিংক দিতে পারবেন না… টাইটেল এবং ফিচারড ইমেজ পোষ্ট এর সাথে সম্পর্কিত হতে হবে।
  • পোষ্ট করার সময় বুঝানোর জন্য এক বা একাধিক স্ক্রিনশুট ব্যবহার করবেন। অনেক সময় লিখে যা বুঝানো যায় না স্ক্রিনশুট দিয়ে তা সহজেই বুঝিয়ে দেয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ